ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক 

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৫:০১
ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: বাসস

ভোলা, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- ঢাকার শের-ই বাংলানগর থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. উজ্জল হোসেন (৪২), ভোলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫) ও সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)। 

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২ টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানার চরসামাইয়া ইউনিয়নের বড়চরসামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আওয়ামী লীগের ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ফলে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
১০