ঝিনাইদহ, ৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা চলছে। উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া পদযাত্রা আগামীকাল বুধবার ঝিনাইদহে অনুষ্ঠিত হবে। কর্মসূচি বাস্তবায়নে মঞ্চ তৈরিসহ চলছে শেষ সময়ের প্রস্তুতি।
জেলা নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানিয়েছে, বুধবার বেলা ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের বহর চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে প্রবেশ করবে। ঝিনাইদহে প্রবেশের পরে এনসিপির কেন্দ্রীয় টিম বিভিন্ন বাজারে পথসভা করবে। পরে বেলা ৪টায় শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সমাবেশে যোগ দেবেন এনসিপির নেতারা।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার তাসনীম জারা, সারজিস ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।
এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে ঝিনাইদহে চলছে শেষ সময়ের প্রস্তুতি। জেলার প্রবেশ পথে তৈরি করা হয়েছে তোরণ। মঞ্চ তৈরির কাজ চলছে পুরোদমে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, পদযাত্রা ও সমাবেশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এনসিপি জনগণের কাছাকাছি গিয়ে তাদের মনোভাব জানতে কাজ করছে। নিপীড়িত মানুষকে সঙ্গে নিয়ে এনসিপি এগিয়ে যাবে।