১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ৮ জুলাই, ২০২৫ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ ফুটওভার ব্রিজ এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শরীয়রতপুর জেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের হাবী পাইকান্দি মোল্লা বাড়ীর কবির মোল্লা, কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো. ইছহাক ও সঞ্চয় দাস ওরফে নওমুসলিম মো. হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ির সামনের বাম পাশের সিটে করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৩৩০ গ্রাম) নিয়ে যাচ্ছিলেন আসামিরা। ওই দিন রাত ১০ টায় পুলিশ সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় গাড়িটি আটক করে। পরে এ ঘটনায় গত ২০২৩ সালের ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের গুলশান জোনের গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম।

মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বিচার চলাকালে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০