ঠাকুরগাঁও, ১২ জুলাই, ২০২৫ (বাসস): জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আসকার আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আসকার আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের কানু আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আসকার মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর প্রধান পিলার অতিক্রম করে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। সেসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে দিনাজপুরের ওই এলাকা ৪২ বিজিবির আওতাধীন।
তিনি আরো জানান, ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।