চিরস্থায়ী অবসরে জোতার ২০ নম্বর জার্সি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩৪

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : সদ্য প্রয়াত পর্তুগীজ ফরোয়ার্ড দিয়েগো জোতার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার ২০ নম্বর জার্সিটিকে চিরস্থায়ী অবসরে পাঠাচ্ছে লিভারপুল। এ মাসে স্পেনের উত্তরাঞ্চলীয় এলাকায় এক সড়ক দূর্ঘটনায় ভাই আন্দ্রে সিলভাসহ নিহত হন জোতা। 

এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ত্রী রুতে ও পরিবারের সাথে আলোচনার পর ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে জোতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২০ নম্বর জার্সিটিকে আর কেউ কখনো ব্যবহার করবে না। সব পর্যায়ে এমনকি এলএফসি নারী ও একাডেমি ফুটবলেও লিভারপুলের হয়ে আর কখনো কেউ ২০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্ত কেবল দলের সাফল্যে আমাদের পর্তুগিজ তারকার গত পাঁচ বছরের অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতেই নয়, বরং সতীর্থ, সহকর্মী এবং সমর্থকদের ওপর যে গভীর ব্যক্তিগত প্রভাব তিনি ফেলেছিলেন সে জন্যও। তাদের সঙ্গে গড়ে তোলা চিরস্থায়ী বন্ধনকে সম্মান জানাতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ক্লাবের প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস বলেছেন, ‘আমি বিশ্বাস করি লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এটিই প্রথম যে কোন ব্যক্তিকে এই ধরনের সম্মান দেওয়া হয়েছে। অতএব, আমরা বলতে পারি এটি একজন অনন্য অসাধারণ ব্যক্তির প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।’

গত ৩ জুলাই ভয়াবহ এই দূর্ঘটনায় জোতার মৃত্যুর পর রোববার প্রথমবারের মত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশীপ ক্লাব প্রিস্টনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিভারপুল।

স্থানীয় সময় দুপুর ২.০০টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে লিভারপুলের সঙ্গীত ‘তুমি কখনো একা হাঁটবে না" পরিবেশন করা হবে এবং প্রিস্টন এ্যাওয়ে সমর্থকদের সামনে পুষ্পস্তবক অর্পণ করবে।’

এছাড়াও এক মিনিট নিরবতা পালন করা হবে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন, মাঠের পাশে বিজ্ঞাপনী বোর্ডে জোতার প্রতি সম্মান জানিয়ে ডিজিটাল শ্রদ্ধা নিবেদন করা হবে। উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন।

দূর্ঘটনার মাত্র ১১ দিন আগে তিন সন্তানের জনক জোতা তার দীর্ঘদিনের পার্টনার রুতে কারডোসোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

গত শনিবার জোতার শেষকৃত্য অনুষ্ঠানে লিভারপুলের কোচ আর্নে স্লট, অধিনায়ক ভার্জিল ফন ডাইকসহ দলের অন্য খেলোয়াড়রা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০