প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ইতালি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩২ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৭:৪১

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি। ভারত ও শ্রীলংকার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়েছে ইতালি। এই অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আরেক দেশ নেদারল্যান্ডস। 

এই অঞ্চলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নেদারল্যান্ডস। সমানসংখ্যক ম্যাচে জয় ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায় ইতালি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট ছিল জার্সিরও। কিন্তু জার্সির (০.৩০৬) চেয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতালি (০.৬১২)।

ইউরোপিয়ান অঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও জার্সি এবং ইতালি নেদারল্যান্ডস। 

স্কটল্যান্ডকে ১ উইকেটে হারায় জার্সি। ইতালির রান রেট টপকে যেতে বড় জয় দরকার ছিল জার্সির। বড় জয় না পাওয়ায় ইতালির রান রেট পেছনে ফেলতে পারেনি জার্সি। 

দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ইতালি। ১৩৫ রানের টার্গেট নেদারল্যান্ডস ১৪ ওভারে টপকে গেলে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হত ইতালির। শেষ পর্যন্ত ১৩৫ রানের টার্গেট ১৬.২ ওভারে গিয়ে স্পর্শ করে নেদারল্যান্ডস। 

তবে জার্সির কাছে হেরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে স্কটল্যান্ড। সর্বশেষ চার আসরেই খেলেছিল স্কটিশরা। 

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ১৫টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলংকা। এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে উঠে আগামী আসরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ও  আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০