প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ইতালি

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৭:৩২ আপডেট: : ১২ জুলাই ২০২৫, ১৭:৪১

ঢাকা, ১২ জুলাই ২০২৫ (বাসস) : প্রথমবারের মত ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি। ভারত ও শ্রীলংকার মাটিতে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইতালি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়েছে ইতালি। এই অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আরেক দেশ নেদারল্যান্ডস। 

এই অঞ্চলে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নেদারল্যান্ডস। সমানসংখ্যক ম্যাচে জয় ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পায় ইতালি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট ছিল জার্সিরও। কিন্তু জার্সির (০.৩০৬) চেয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতালি (০.৬১২)।

ইউরোপিয়ান অঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও জার্সি এবং ইতালি নেদারল্যান্ডস। 

স্কটল্যান্ডকে ১ উইকেটে হারায় জার্সি। ইতালির রান রেট টপকে যেতে বড় জয় দরকার ছিল জার্সির। বড় জয় না পাওয়ায় ইতালির রান রেট পেছনে ফেলতে পারেনি জার্সি। 

দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ইতালি। ১৩৫ রানের টার্গেট নেদারল্যান্ডস ১৪ ওভারে টপকে গেলে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হত ইতালির। শেষ পর্যন্ত ১৩৫ রানের টার্গেট ১৬.২ ওভারে গিয়ে স্পর্শ করে নেদারল্যান্ডস। 

তবে জার্সির কাছে হেরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে স্কটল্যান্ড। সর্বশেষ চার আসরেই খেলেছিল স্কটিশরা। 

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ১৫টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলংকা। এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে উঠে আগামী আসরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ও  আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
প্রকৃত অপরাধীদের বের করে শান্তির ব্যবস্থা করুন : মির্জা ফখরুল 
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে : তারেক রহমান
আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে কমবে চিকিৎসার প্রয়োজনীয়তা : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
এক মৌসুম পর ফিওরেন্টিনায় ফিরলেন কোচ পিওলি
২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে মালাগার নাম প্রত্যাহার
খুলনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়
১০