ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় এ প্রার্থনা শুরু হয়। এতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।