নগরবাসীর ট্যাক্স ও বিল পরিশোধে ডিএসসিসি-বিকাশ সমঝোতা স্মারকের অনুমোদন

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৪৫
নগর ভবন। ফাইল ছবি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ট্যাক্স ও বিল পরিশোধ প্রক্রিয়া সহজীকরণে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে ডিএসসিসি পরিচালনা কমিটি। 

আজ নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এতে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিসহ পরিচালনা কমিটির ২৫ জন সদস্য অংশ নেন। 

সভায় প্রথমে ৩০ জুন অনুষ্ঠিত সপ্তম কর্পোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এরপর আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন প্রস্তাব আলোচনা ও অনুমোদন দেওয়া হয়। 

সভায় ডিএসসিসির ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া, সালামীসহ বিভিন্ন ট্যাক্স ও বিল অনলাইনে সহজে পরিশোধের জন্য বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই উদ্যোগে নগরবাসীর সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রাজস্ব আদায় আরও স্বচ্ছ ও দক্ষ হবে বলে সভায় উল্লেখ করা হয়। 

এ ছাড়া পরিচালনা কমিটির সভায় ডিএসসিসির নতুন অঞ্চলসমূহে (অঞ্চল-৬ থেকে ১০) প্রতিটি অঞ্চলে একটি করে নতুন কবরস্থান করার প্রস্তাব অনুমোদিত হয়। পাশাপাশি ডিএসসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহে লাশ দাফনের জন্য বাঁশ, চাটাই সরবরাহ এবং খনন কাজের দাপ্তরিক প্রাক্কলন বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুমোদন দেওয়া হয়। 

সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে বর্তমান পরিচালনা কমিটি দক্ষতার পরিচয় দিয়ে আসছে। তিনি মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন। 

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নয়নে ডিএনসিসি ও ওয়াটারএইড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর
গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু
আগামী নির্বাচন সহজ হবে না, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১১ কোটি ২৪ লাখ টাকার চেক প্রদান
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টকে জরিমানা 
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা 
১০