ঢাবি’র হলগুলো অস্থিতিশীল করছে ছাত্রলীগ: ছাত্রদল সভাপতি

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৫৪ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ১৮:০১
সোমবার দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ছাত্রদল সভাপতি। ছবি : বাসস

সিলেট, ১১ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন। 

তিনি বলেন, তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।

সোমবার দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে, তখন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।

রাকিবুল ইসলাম রাকিব আরো বলেন, একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।

ছাত্রদল সভাপতি আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম ও গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতির পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।

দীর্ঘ ২১ বছর পর সোমবার সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন।

এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিল কার্যক্রম। 

এতে কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে হজ ও ওমরা মেলার আয়োজন করছে হাব
পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নয়নে ডিএনসিসি ও ওয়াটারএইড-এর মধ্যে এমওইউ স্বাক্ষর
গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর কলম্বিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু
আগামী নির্বাচন সহজ হবে না, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে : তারেক রহমান
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১১ কোটি ২৪ লাখ টাকার চেক প্রদান
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: ডিএমপি কমিশনার
ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টকে জরিমানা 
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিল মালয়েশিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা 
১০