ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩৫
জনগণকে দাবিয়ে রাখা যাবে না : ডা. জাহিদ । ছবি : বাসস

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না। অতীতে এমন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।

বুধবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সমাধিতে দোয়া মোনাজাতে অংশ নেন এবং জিয়া পরিবারের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে, ডা. জাহিদ তাদের সমালোচনা করে বলেন, আমি আহ্বান জানাব, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে নির্বাচনী অভিযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে ডা.জাহিদ বলেন,  বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না। এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশে কখনো ব্যবহৃত হয়নি। মানুষ তাদের প্রতিনিধি সরাসরি নির্বাচিত করতে চায়। যারা পেছনের দরজার মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে, তারা পিআর সিস্টেমের পক্ষে। যারা নির্বাচন বন্ধের হুমকি দিচ্ছে, জনগণ তাদের পাশে নেই ।

তিনি আরও বলেন, এই দেশের মানুষকে কখনো হুমকিতে দমানো যায়নি। অতীতে গুম, খুন ও নির্যাতনের পরও মানুষ শক্তিশালীভাবে দাঁড়িয়েছে। যারা এসব কাজ করেছে, তারা পরিণতি ভোগ করছে। এখন সময় এসেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার।

গত ৯ আগস্ট উৎসবমুখর পরিবেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কাউন্সিল অনুষ্ঠিত হয়, এতে হারুন-শাকিল প্যানেল জয় লাভ করে। আজ বেলা ১১টায় ড্যাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যান। সেখানে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ড্যাব-এর সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আজিজ-শাকুর প্যানেলের অধ্যাপক একেএম আজিজুল হক, আব্দুস শাকুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : আরএমপি কমিশনার
অধিকাংশ জনগণের মতামতই ডেমোক্রেসি : ডা. তাহের
বিদেশি বিনিয়োগ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রুহুল কবির রিজভী
গাজীপুরে অবৈধভাবে তেল বোতলজাত করায় জরিমানা 
র‌্যাবের অভিযানে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি, পরিদর্শনে দুদক
জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা
ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন
১০