ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬৪৬ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
এ সময় দুইটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি থ্রি কোয়াটার রাইফেল, একটি রিভলবার, একটি দেশীয় এলজি, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, নয়টি কার্তুজ, তিনটি ককটেল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।