চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৮:৩০
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এতে খসড়া ভোটার তালিকা প্রকাশ (১ সেপ্টেম্বর) থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণ (১৪ সেপ্টেম্বর), যাচাই-বাছাই (১৬ সেপ্টেম্বর), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২১ সেপ্টেম্বর), প্রত্যাহারের শেষ দিন (২৩ সেপ্টেম্বর) এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের (২৫ সেপ্টেম্বর) পাশাপাশি ভোট গ্রহণের দিনসহ (১২ অক্টোবর) সার্বিক শিডিউল জানানো হয়।

বিশ্বিবদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি কাজও দুই-একদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে।

তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। এটি প্রায় শেষের দিকে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে, এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসু’র নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে কার্যনির্বাহী কমিটির পদসংখ্যা ১৮ থেকে বেড়ে ২৮ করা হয় এবং সদস্য ও প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়। নির্বাহী সদস্যের সংখ্যা ১০ জন থেকে কমিয়ে ৫ জন করা হয়েছে।

চাকসু নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মনির উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি নিয়েছি। দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি যে, এটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। 

প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ৬ বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। 

এরপর ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায়, এ নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা
দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন জরুরি : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ
১০