বাসস, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস): ইউক্রেনের রাজধানীতে গতরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরে কিয়েভের ব্রিটিশ কাউন্সিলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটি আজ বৃহস্পতিবার এএফপিকে এ কথা জানিয়েছে।
ইউক্রেনের ব্রিটিশ কাউন্সিল একটি ফেসবুক পোস্টে জানায়, ‘কিয়েভে গত রাতের হামলার পর, আমাদের ব্রিটিশ কাউন্সিল অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসটি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।’