ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী বিপ্লব মজুমদার ওরফে শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। তিনি সাতটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করে আসছে। এরই ধারাবাহিকতায় গুলশান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকারী শাওনকে গ্রেফতারের জন্য র্যাব-৩ সিপিসি-৩ দীর্ঘদিন গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শাওনের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ডিএমপি ঢাকার কলাবাগান থানাধীন সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই সময় পালানোর চেষ্টা করলে জনসম্মুখেই তাকে আটক করা হয়।
র্যাব জানায়, শাওন পূর্ব থেকেই কলাবাগানের সেন্ট্রাল রোডের ওই ভাড়া বাসায় অবস্থান করছিল। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।