ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল যদিও এই অভিযানের খবর নিশ্চিত করেনি, তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বাহিনী সব যুদ্ধক্ষেত্রে কাজ করছে।
গত ডিসেম্বরে সিরিয়ার নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই অভিযানকে ইসরাইলের সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মঙ্গলবার দামেস্কের বাইরে কিসওয়ের কাছে ইসরাইল বিমান হামলা চালিয়ে ছয় সিরিয়ার সেনাকে হত্যা করেছে। বুধবার রাতে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
কিসওয়ের বাসিন্দা ৫৪ বছর বয়সী মোহাম্মদ দামলাখি বৃহস্পতিবার এএফপি’কে বলেন, বিমান এবং বিস্ফোরণের শব্দে তিনি ঘুম থেকে উঠেছেন এবং কাছাকাছি পাহাড়ে বোমা হামলা হতে দেখেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, রাত ১১টা পর্যন্ত বিমান আমাদের চারপাশে ঘুরছিল। দুটি হেলিকপ্টার পাহাড়ের চূড়ায় অবতরণ করেছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি হামলার আগে সিরিয়ার সৈন্যরা ওই এলাকায় ‘নজরদারি এবং গোপনে তথ্য সংগ্রহের যন্ত্র’ খুঁজে পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, কিসওয়ের কাছে তাল মানেহে অবস্থিত সিরিয়ার একটি পুরনো সামরিক ঘাঁটি তাদের টার্গেট ছিল।
সানা জানিয়েছে, বুধবার দ্বিতীয় হামলার পর ইসরাইলি সেনারা সেখানে হেলিকপ্টারে অবতরণ করে অভিযান চালায়। তবে সেই অভিযানের বিস্তারিত এখনও জানা যায়নি।