খুলনা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রগতিশীল বাম আন্দোলনের মাধ্যমে একটি শ্রেণি শোষণহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ হাদিস পার্কে সিপিবি’র ১২তম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ২০২৪ সালের জুলাই বিপ্লব যদি ব্যর্থ হয়, তবে সত্যিকারের শোষণ মুক্তির জন্য আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হবে।
তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ‘প্রহসন’ উল্লেখ করে বলেন, ওই নির্বাচনগুলোতে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না।
তিনি আরো বলেন, শুধু গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দুঃশাসন, অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিপিবি’র জেলা সভাপতি ডা. মনোজ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা সম্পাদক এস এ রশিদ অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা এইচ এম শাহাদাত, অশোক সরকার এবং মিজানুর রহমান বাবু।
সম্মেলন শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।