ইউটিউব ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস দেয়ার নির্দেশ অস্ট্রিয়ার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৭

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রিয়ার ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা ব্যবহারকারীদের অনুরোধে ইউটিউবকে ইইউ নিয়ম মেনে চলার এবং ব্যবহারকারীদের তাদের কাছে সংরক্ষিত কোম্পানিগুলোর ডেটা বা ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে তথ্য অ্যাক্সেস দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ভিয়েনা থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে অস্ট্রিয়া ভিত্তিক প্রাইভেসি ক্যাম্পেইন গোষ্ঠী নয়েব ইউটিউব এবং নেটফ্লিক্সসহ আটটি অনলাইন স্ট্রিমিং পরিষেবার বিরুদ্ধে ইইউ ডেটা নিয়মের ‘কাঠামোগত লঙ্ঘনের’ অভিযোগ দায়ের করে। 

দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে একজন অস্ট্রিয়ান ব্যবহারকারীর পক্ষ থেকে ইউটিউবের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।

নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবার এএফপিকে নিশ্চিত করেছে যে তারা নয়েবের আনা মামলার বিষয়ে ‘গুগল এলএলসি (ইউটিউব) এর বিরুদ্ধে একটি সিদ্ধান্ত জারি করেছে।’

অভিযোগে নয়েব বলেছে, পরিষেবাগুলো ব্যবহারকারীদের তাদের কাছে সংরক্ষিত কোম্পানিগুলোর ডেটা বা ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে তথ্য অ্যাক্সেস না দিয়ে ইইউর যুগান্তকারী সাধারণ তথ্য সুরক্ষা নিয়ন্ত্রণ (জিডিপিআর) লঙ্ঘন করেছে।

শুক্রবার এক বিবৃতিতে এনজিওটি বলেছে, ইউটিউবের মালিকানাধীন গুগল, এখন সিদ্ধান্ত মেনে চলার জন্য চার সপ্তাহ সময় পেয়েছে, তবে এর বিরুদ্ধে আপিল করার বিকল্পও রয়েছে। 

নয়েব কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘বিজয়’ বলে অভিহিত করেছে। তবে দুঃখ প্রকাশ করে বলেছে, এর জন্য সাড়ে পাঁচ বছর সময় লেগেছে।

গ্রুপটি বলেছে, ‘ব্যবহারকারীদের ডেটা মুছে ফেলা বা সংশোধন করার অধিকার প্রয়োগ করতে এই একটি অ্যাক্সেস অনুরোধের মাধ্যমে দেরিতে হলেও তা সম্ভব হলো।’ গুগল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এএফপিকে কিছু বলতে চায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়
রাজধানীতে বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতে ইসলামীর
জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল
সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
গাজীপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
১০