ইউটিউব ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস দেয়ার নির্দেশ অস্ট্রিয়ার

বাসস
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:০৭

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রিয়ার ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, তারা ব্যবহারকারীদের অনুরোধে ইউটিউবকে ইইউ নিয়ম মেনে চলার এবং ব্যবহারকারীদের তাদের কাছে সংরক্ষিত কোম্পানিগুলোর ডেটা বা ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে তথ্য অ্যাক্সেস দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ভিয়েনা থেকে এএফপি এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে অস্ট্রিয়া ভিত্তিক প্রাইভেসি ক্যাম্পেইন গোষ্ঠী নয়েব ইউটিউব এবং নেটফ্লিক্সসহ আটটি অনলাইন স্ট্রিমিং পরিষেবার বিরুদ্ধে ইইউ ডেটা নিয়মের ‘কাঠামোগত লঙ্ঘনের’ অভিযোগ দায়ের করে। 

দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে একজন অস্ট্রিয়ান ব্যবহারকারীর পক্ষ থেকে ইউটিউবের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল।

নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবার এএফপিকে নিশ্চিত করেছে যে তারা নয়েবের আনা মামলার বিষয়ে ‘গুগল এলএলসি (ইউটিউব) এর বিরুদ্ধে একটি সিদ্ধান্ত জারি করেছে।’

অভিযোগে নয়েব বলেছে, পরিষেবাগুলো ব্যবহারকারীদের তাদের কাছে সংরক্ষিত কোম্পানিগুলোর ডেটা বা ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে তথ্য অ্যাক্সেস না দিয়ে ইইউর যুগান্তকারী সাধারণ তথ্য সুরক্ষা নিয়ন্ত্রণ (জিডিপিআর) লঙ্ঘন করেছে।

শুক্রবার এক বিবৃতিতে এনজিওটি বলেছে, ইউটিউবের মালিকানাধীন গুগল, এখন সিদ্ধান্ত মেনে চলার জন্য চার সপ্তাহ সময় পেয়েছে, তবে এর বিরুদ্ধে আপিল করার বিকল্পও রয়েছে। 

নয়েব কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘বিজয়’ বলে অভিহিত করেছে। তবে দুঃখ প্রকাশ করে বলেছে, এর জন্য সাড়ে পাঁচ বছর সময় লেগেছে।

গ্রুপটি বলেছে, ‘ব্যবহারকারীদের ডেটা মুছে ফেলা বা সংশোধন করার অধিকার প্রয়োগ করতে এই একটি অ্যাক্সেস অনুরোধের মাধ্যমে দেরিতে হলেও তা সম্ভব হলো।’ গুগল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এএফপিকে কিছু বলতে চায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
খুলনায় অসহায় মানুষকে মেহমানদারির অনন্য আয়োজন
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআইসহ নিহত ২
পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে মতবিনিময় সভা
রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজবাড়ীতে সভা অনুষ্ঠিত
ঢাকার ১০০ স্কুলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন শুরু
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
১০