ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
আজ শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
মোস্তফা কামাল মজুমদার ও হাসান হাফিজ এ কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বখতিয়ার রানা ও কাজী রওনাক হোসেন সহ-সভাপতি, অরুণ কর্মকার কোষাধ্যক্ষ, সাহিদুল ইসলাম চৌধুরী ও সাখাওয়াত হোসেন বাদশা যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রফিকুর রহমান, শামীমা চৌধুরী, বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম, কাদের গনি চৌধুরী, আইয়ুব ভূঁইয়া, মুরসালিন নোমানী, শিরিন সুলতানা, সালাহউদ্দিন বাবলু ও আবু দারদা জোবায়ের কমিটির সদস্য নির্বাচিত হন।