ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক জলসীমায় বিকল হয়ে ভাসমান একটি ট্রলারসহ ১২জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বাংলাদেশি একটি ফিশিং ট্রলারসহ ১২জন জেলেকে বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার করেছে।