ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২৩:৫৪
ছবি : বাসস

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের ম্যানিলাতে আজ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।

আজ শনিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে এবং তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার একটি উদাহরণ হলো ই-পাসপোর্ট কার্যক্রম। 

বর্তমানে বিদেশস্থ ৬০টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৬১তম মিশন হিসেবে আজ ফিলিপাইনের ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হলো। এই ই-পাসপোর্ট-এর মেয়াদ ১০ বছর। ফলে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তি সেবা আরো বেগবান ও সহজতর হবে এবং কষ্ট অনেকাংশে লাঘব হবে।

তিনি বলেন, এছাড়াও এই ই-পাসপোর্ট অত্যাধুনিক এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় পাসপোর্ট রিডার। এর সবচেয়ে বড় সুবিধা হলো; ই-গেট ব্যবহার করে একজন ই-পাসপোর্টধারী এয়ারপোর্টে দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ই-পাসপোর্ট সিস্টেমের সাথে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)-এর ডাটাবেজ সন্নিবেশিত রয়েছে বিধায় ভবিষ্যতে বাংলাদেশের ই-পাসপোর্টধারীগণ আইসিএও-র অন্যান্য সদস্য দেশে অবস্থিত ই-গেটের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একইসাথে তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০