জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২৩:০৮
ছবি : বাসস

ঢাকা (উত্তর), ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই আন্দোলনের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। ভিপি নূরের ওপর হামলা পুরো জুলাই আন্দোলনের ওপর হামলার সামিল। 

আজ শনিবার ঢাকা মহানগরী উত্তরের উত্তরা জোন কর্তৃক আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি : আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। প্রধান বক্তা ছিলেন, ঢাকা ১৮ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী ও সহ-সংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

ঢাকা মহানগর অফিস সম্পাদক মুফতি আবু সালেহ আজহারীর পরিচালনায় ও মহানগর উত্তর সহ-সভাপতি মুফতি ওসমান আশরাফির সভাপতিত্বে আলোচক ছিলেন ঢাকা ১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক এডভোকেট জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার রাজি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজহারী, মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. সালমান, বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রাশেদুর রহমান।

উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, অফিস সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, অর্থ সম্পাদক একে আজাদ প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ওলামা মাশায়েখ, সাংবাদিক ও পেশাজীবীগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০