রাজশাহী, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে গুমের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার দাবি করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা।
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে স্বজনরা বিচারের দাবি জানান।
এ সময় র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ৫ পরিবারের সদস্যগণ। এছাড়া গুম থেকে ফিরে আসা ৭ ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে নগরীর আলুপট্টি থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়।
গুমের ঘটনা থেকে কেউ কেউ বেঁচে ফিরছেন। তাদের মধ্যে আতিকুল ইসলাম বলেন, রাষ্ট্রের নিরাপত্তা দেয়ার কথা প্রতিটি নাগরিককে। অথচ শেখ হাসিনার সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে জঙ্গি নাটক সাজিয়ে গুম করেছেন। আমার পরিবারের মতো অসংখ্য পরিবারের মতো কষ্ট মাসের পর মাস যেন বয়ে বেড়াতে না হয়। তাই গুমের ঘটনায় জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আল-আমিন, মাসুদ রানা, মিজান, বুলবুল ইসলাম, মো. সুমন। বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল ইসলাম মাসউদ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন অধিকার’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ১০ দাবি তুলে ধরেন।