ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র কূটনীতির বিষয় নয়; বরং ইস্যুটি রাজনীতিরও বটে।
আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস : রিজিওনাল সিকিউরিটি রিস্কস, রিপ্যাট্রিয়েশন পাথওয়েজ, এণ্ড লাইভলিহুড চ্যালেঞ্জেস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, আরাকান আর্মির মতো যারা রোহিঙ্গাদের মানবাধিকার ভঙ্গের মতো অপরাধে দায়ী, এদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক জায়গা থেকে ব্যবস্থা নিতে হবে।
এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুকে কূটনৈতিক জায়গার পাশাপাশি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও উল্লেখ করেন।
শামা ওবায়েদের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক প্যানেল আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, দ্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমাদুল ইসলাম, আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফাহিম হোসাইন, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম, রিফিউজি রিলিফ এণ্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি)-এর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম আশ্রয় শিবিরের সমস্যা নিয়ে বলেন, রোহিঙ্গাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ আশ্রয় শিবিরে এত বেশি সংখ্যক রোহিঙ্গা এক জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন যে, একসময় তা হিতে বিপরীত ঘটতে পারে। এক জায়গায় কেন্দ্রীভূত করার বাইরে কীভাবে ইস্যুটির সমাধান করা যায়, তা আমাদের ভাবতে হবে।