গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:৫৬ আপডেট: : ৩১ আগস্ট ২০২৫, ০০:০১
মাহমুদ উল্লাহ। ছবি : আমরা বিএনপি পরিবার

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস): রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি  . . . . . রাজিউন)।

আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টর্সের অন্যতম সদস্য ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা  ছিলেন শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ।

তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পেশা জীবনে মাহমুদ উল¬াহ রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ইংরেজি বিভাগের শিক্ষক এবং পরে একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

এক শোকবার্তায় তিনি বলেন, জেডআরএফ’র অন্যতম পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা মাহমুদ উল্লাহর মৃত্যুতে গভীরভাবে শোক ও দু:খ প্রকাশ করেন।  একইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের(বিএসপিপি) আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী। 

এছাড়াও মাহমুদ উল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০