তারেক রহমানের সহযোগিতায় সাতক্ষীরায় নিহত বিএনপি নেতার কন্যার বিয়ে সম্পন্ন 

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৬
ছবি : বাসস

সাতক্ষীরা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহযোগিতায় পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার জেলার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলি’র দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানা’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ রোববার দুপুরে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে মরহুম অলির কন্যা ও নতুন জামাতার হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন ও বিয়ের প্রস্তুতির জন্য অলির স্ত্রীকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ দায়িত্ব পালন করেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রথম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্নাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর (২০২৪ সালে) মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতারও দায়িত্ব পালন করেছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
বিচার বিভাগে সংস্কার কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে : প্রধান বিচারপতি
১০