কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২৩:৩৪

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : কর্মক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক খাতে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিকভাবে অনুসৃত মানদণ্ড নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে। খাতটির বিদ্যমান ঝুঁকি ও নীতিগত দুর্বলতা সমাধান না হলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, কর্মক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে শুধু আইন থাকলেই হবে না, বরং এর কার্যকর প্রয়োগ ও পর্যবেক্ষণ জরুরি। এ ক্ষেত্রে মিডিয়া ওয়াচডগ হিসেবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। ব্র্যান্ডগুলোকে জবাবদিহিতার আওতায় আনতেও জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে সক্রিয় হতে হবে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘তৈরি পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স (এইচআরডিডি) বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’-এর সমাপনী অধিবেশনে বিশেষজ্ঞরা এসব অভিমত ব্যক্ত করেন। মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস।

কর্মশালায় বক্তারা বলেন, মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষায় সাংবাদিকদের নীতি ও আইন সম্পর্কে হালনাগাদ রাখা প্রয়োজন। এজন্য ট্রেড ইউনিয়ন ও সহায়ক প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ, কর্মশালা, নীতিগত সংলাপ, কর্মক্ষেত্র পরিদর্শন ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে গণমাধ্যমকে সহযোগিতা করতে পারে।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ডিয়াল এফএনভি’র কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের দপ্তর সম্পাদক জাকির হোসেন, গবেষক ও প্রশিক্ষক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, বিলস-এর পরিচালক নাজমা ইয়াসমীন ও উপপরিচালক মো. ইউসুফ আল-মামুন।

উল্লেখ্য, সাংবাদিকদের জাতীয় প্রেক্ষাপটে এইচআরডিডি প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকাকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০