নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২৩:০৬
ছবি: বাসস

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচানোর একমাত্র উপায় হলো জাতীয় নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, ‘এই দেশকে বাঁচানোর একটাই উপায়- নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে।’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী দেশকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করছে এবং নির্বাচন বানচালেরও ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

দলের ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ ৩১ দফা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন আনা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরব ও আত্মত্যাগে ৪৭ বছরে বিএনপি 
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গলবার চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
চাল আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে
বিটিআরসি, চরফ্যাশন ও নন্দীগ্রামে দুদকের পৃথক অভিযান
ফেব্রুয়ারিতে নির্বাচনে একমত জামায়াত
সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
কর্মক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান
চবিতে হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি ঢাবি সাদা দলের
নির্বাচনই দেশ বাঁচানোর একমাত্র উপায় : মির্জা ফখরুল
১০