ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ (বাসন) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার নিন্দা ও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
এ ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আজ রবিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যদের ওপর যেভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সহিংস ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা জানতে পারছি যে, স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পতিত আওয়ামী লীগের লোকজন মিশে গিয়ে ছাত্র-শিক্ষকদের ওপর আক্রমণ চালিয়েছে। আমরা উভয় পক্ষকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। কেননা বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার চক্রান্ত পরিলক্ষিত হচ্ছে। তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝির সুযোগ নেবে তৃতীয় পক্ষ। যা কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।
সাদা দলের নেতৃবৃন্দ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমাদের সবাইকে সমন্বিতভাবে অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে হবে। আমরা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন। যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।