চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক বুলবুল হোসেন প্রকাশকে (৪৪) চট্টগ্রাম নগরের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে ১৬টি মামলা রয়েছে।
সোমবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় নগরের হালিশহরের রমনা উচ্চ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে হামলার মামলায় বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তিনি ছিলেন ১৫২তম আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে পটিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধে অন্তত ১৬টি মামলা রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম শহরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনের পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে অংশ নেন আগ্রাবাদের শিক্ষার্থী রাইয়ানসহ অসংখ্য আন্দোলনকারী।
সেদিন বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন ভাঙতে ‘ফ্যাসিস্ট সরকারের নীলনকশা’ বাস্তবায়নের অংশ হিসেবে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তার আশপাশের গলি ও মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ শুরু করে। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধরও করা হয়।
এলোপাথাড়ি গুলিতে রাইয়ানের ডান চোখ, কপাল, ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। এ ছাড়া কয়েকশ’ শিক্ষার্থী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত হন। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় আহত রাইয়ান ২০২৪ সালের ১০ নভেম্বর চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ২৭৮ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।
কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।