ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে গত জুমার নামাজের পর হওয়া ঝটিকা মিছিল আয়োজনের মূল পরিকল্পনাকারী ছিল মহিলা আওয়ামী লীগের এই নেত্রী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক ছিলেন।
গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একই থানার ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত সুইটি বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করত এবং মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা দিয়ে আসছিলো। রাজধানীর বিভিন্ন স্থানে এসব মিছিলের মাধ্যমে তারা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে সুইটি নিজেও বোরকা পরে স্বামীসহ অংশ নেন। এ ঘটনায় ইতোমধ্যে আরও নয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।