ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন’ জানিয়ে বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা হবে এক অবিস্মরণীয়, ঐতিহাসিক ঘটনা।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ দেশ এখন নির্বাচনী আবহে রয়েছে এবং জাতীয় নির্বাচনমুখী একটি পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘সারা দেশে নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইনশা আল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনেই নির্বাচনের অর্ধেক কার্য ইনশা আল্লাহ সমাপ্ত করতে পারব।’
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনালিস্ট ইনকাম ট্যাক্স ল’ইয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ আজ এ মন্তব্য করেন ।
বিএনপি নেতা আরও বলেন, একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন, বিশেষ করে এমন একটি সংসদীয় সরকার যা জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে।
তিনি বলেন, ‘২০২৬ সালের নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে বা এরও আগেই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে।’
ন্যাশনাল কনসেনসাস কমিশনের বৈঠক ও বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যদি কমিশন বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেয়, তবে তা আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করবে। যে সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হবে, সেগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।’