ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৮
ব্রাজিলের ২০৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ছবি : বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের ২০৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ রোববার সন্ধায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উদ্দেশ্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তা ঢাকাস্থ ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের কাছে হস্তান্তর করেন।

শুভেচ্ছা বার্তায় ব্রাজিল সরকারের দীর্ঘ স্থায়িত্ব এবং দেশটির জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। একইসাথে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ব্রাজিলের রাষ্ট্রদূতের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০