ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এ অভিযানে এনফোর্সমেন্ট টিম ডিএসসিসির পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিল-ভাউচার, গাড়ির লগবুক, ফুয়েল কুপনসহ অভিযোগ সংশ্লিষ্ট সব রেকর্ড সংগ্রহ করে। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করা হয়।
সংগৃহীত প্রমাণাদি পর্যালোচনা করে দেখা যায়, সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় ৪০ দিন বন্ধ থাকা সত্ত্বেও নিয়মিত জ্বালানি খরচের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিপুল অর্থ উত্তোলন করা হয়েছে। টিমের প্রাথমিক মূল্যায়নে এ ধরনের অর্থ আত্মসাতের অভিযোগের যথেষ্ট সত্যতা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। দুদক জানিয়েছে, সংগৃহীত নথিপত্র ও তথ্যসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম, যা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।
এদিকে মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগের ভিত্তিতে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে টিম ভর্তি রোগী, তাদের স্বজন ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করে। রোগীরা অভিযোগ করেন, হাসপাতালে অনেক সময় ডাক্তার ও নার্সরা দায়িত্বে অনুপস্থিত থাকেন। ওয়ার্ডে সেবার মান নাজুক এবং প্রদত্ত খাবার নিম্নমানের। বিশেষ করে রোগীদের জন্য নির্ধারিত রাতের খাবারের তালিকায় মাছ থাকার কথা থাকলেও তা সরবরাহ করা হয়নি বলে অভিযোগ ওঠে। টিম উপস্থিত থেকে অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে।