ঠাকুরগাঁও, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ আট বছর পর আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনের প্রধান বক্তা দলের ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।
বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম।
সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই মাঠজুড়ে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। মঞ্চের পাশাপাশি শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার।
নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় পর্যায়ের অনেকেই মনে করছেন, এ আয়োজন শুধু নেতৃত্ব বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে নতুন গতি সঞ্চারিত করবে।
সম্মেলন প্রসঙ্গে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, বিএনপির এই সম্মেলন গত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের সীমাহীন কষ্ট ও ত্যাগের ফসল। তাই সম্মেলনে কাউন্সিলরদের ভোটে যারাই নেতৃত্বে আসুক তাদের নেতৃত্বই জেলা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের দিকে এগিয়ে যাবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যেই আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছি। আশা করছি এটি হবে সফল ও ঐক্যবদ্ধ একটি আয়োজন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পয়গাম আলী বলেন, নেতৃত্ব বাছাই ভোটের মাধ্যমে কিংবা সিলেকশনে হোক আমাদের কোনো আপত্তি নেই। সবাই ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে চাই।
উল্লেখ্য, জেলার পাঁচটি উপজেলা ও ৩টি পৌর সভার ৮০৮জন কাউন্সিলর ভোটের মাধ্যমে দলের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।