সময় টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নিন্দা

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৩

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সময় টেলিভিশনের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের  সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।  

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিকালে সময় টিভির রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়ামকে কয়েকজন আইনজীবী কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।  জামায়াতে  ইসলামীর পক্ষ থেকে এ ন্যাক্কারজনক ঘটনার  তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক চর্চা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আদালতের ভেতরে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি  আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০