প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম বিএনপির

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪
রাজধানীর উত্তরখান এলাকায় বিএনপির খাল পরিষ্কার কার্যক্রম। ছবি: বাসস

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখান এলাকায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান গতকাল বুধবার এ কার্যক্রমের নেতৃত্ব দেন।

তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে উত্তরখান খালের ময়লা আবর্জনা পুরোপুরি পরিষ্কার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, মজিবুর রহমান, রশিদ ভূঁইয়া, রবিউল হক বাবু ও নুরুজ্জামান নূরু।

এছাড়া উপস্থিত ছিলেন থানা সদস্য হিরন পারভেজ, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ ও সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া।

বিএনপির মিডিয়া সেলের ফেসইবুক পেইজে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
সাংস্কৃতিক কূটনীতি জোরদারে ফিলিপিনো দূতাবাসের নৈশভোজ
১০