হত্যা মামলায় যুবলীগ নেতা হেদায়েতুল গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৫

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গতকাল গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বংশাল থানার সিক্কাটুলী লেন এলাকা থেকে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

সিআইডি জানায়, গ্রেফতারকৃত আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

এতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আমিনের ঠিকানা বংশাল থানার সিক্কাটুলী লেনে। তিনি মৃত নজরুল ইসলাম ও রেহানা ইসলামের ছেলে। সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তে আমিনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। 

এ ঘটনায় নিহতের মা কিসমত আরা শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। 

একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন আরেকটি মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।

গ্রেফতারকৃত আমিনকে আদালতে সোপর্দ করার পাশাপাশি রিমান্ডের আবেদন করা হবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু কারাগারে
সাংবাদিক ভিসার মেয়াদ না কমাতে যুক্তরাষ্ট্রের প্রতি সংবাদ সংস্থাগুলোর আহ্বান
যত দ্রুত সম্ভব সঙ্কট নিরসনের চেষ্টা করছি : নেপালের প্রেসিডেন্ট
বগুড়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
দুর্গাপূজায় নৌ পুলিশের অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে : অতিরিক্ত আইজিপি
টাঙ্গাইলে এক মাদক কারবারির কারাদণ্ড
কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার 
খালেদা জিয়ার কারামুক্তি দিবসে বগুড়ায় দোয়া মাহফিল
১০