ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চব্বিশের গণঅভ্যুত্থানে সালাউদ্দিন সুমন হত্যা মামলার আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গতবছরের ১৯ জুলাই সন্ধ্যায় দক্ষিণ বনশ্রী দুই নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র-জনতা মিছিল করছিল।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।
এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে চলতি বছরের ছয় জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।