ভারতের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৩
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের ঘটনা বাংলাদেশের বলে দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের। সম্প্রতি নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দু’পক্ষের সংঘাতের ভিডিও। আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ এর ওয়েবসাইটে গত ২৯ জুন এমন একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটিরও মিল পাওয়া যায়।

অনুসন্ধান টিম জানায়, প্রতাপগড়ের আসপুর দেবসরা থানার বিঝলা গ্রামে হীরা যাদব ও তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। 

এতে আরও বলা হয়, সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে ঘটনাটি ভারতের বলে নিশ্চিত হওয়া গেছে।

তাই সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওর দাবিটি মিথ্যা বলে শনাক্ত করে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
চট্টগ্রামকে টেকসই পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: চসিক মেয়র 
১৮ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দফায় ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
সংঘর্ষ পূর্ব দিকে ছড়িয়ে পড়ায় দারফুর থেকে হাজারো মানুষ পালিয়েছে: জাতিসংঘ
লক্ষ্মীপুরে ডাকাত দলের প্রধান বাশার গ্রেপ্তার
১০