ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের ঘটনা বাংলাদেশের বলে দাবি করে ছড়ানো তথ্যটি মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সহিংসতার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের। সম্প্রতি নৃশংস সহিংসতার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি ভারতের প্রতাপগড়ে জমি নিয়ে বিবাদের জেরে দু’পক্ষের সংঘাতের ভিডিও। আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ এর ওয়েবসাইটে গত ২৯ জুন এমন একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটিরও মিল পাওয়া যায়।
অনুসন্ধান টিম জানায়, প্রতাপগড়ের আসপুর দেবসরা থানার বিঝলা গ্রামে হীরা যাদব ও তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এতে আরও বলা হয়, সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের লোকজন হীরা যাদবের ওপর কোদাল দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় একাধিক গণমাধ্যম থেকে ঘটনাটি ভারতের বলে নিশ্চিত হওয়া গেছে।
তাই সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওর দাবিটি মিথ্যা বলে শনাক্ত করে বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।