ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, আহত, আওয়ামী স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে হতাহত, গুম, ক্যান্সারে আক্রান্ত এবং অসুস্থ পরিবারকে চিকিৎসা সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আজ (মঙ্গলবার) এ সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সেবামূলক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা, সদস্য সচিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।