সাতক্ষীরা সীমান্ত থেকে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, চান্দুড়িয়া, তলুইগাছা, মাদরা, ভোমরা ও বাকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ অভিযানিক দল কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ অভিযানিক দল একই থানাধীন মজুমদার ও কুঠিবাড়ি নামক স্থান  হতে ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ অভিযানিক দল গোয়ালপাড়া ও বরইবাগান নামক স্থান  হতে ভারতীয় ঔষধ, তল্ইুগাছা বিওপির বিশেষ অভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে, ভারতীয় ঔষধ, ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং বাকাল চেকপোস্ট বিশেষ অভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী গ্রেফতার
নগরীর নিরাপত্তা রক্ষায় আরসিসি শিগগিরই সড়কবাতি মেরামত করাবে
অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান; জরিমানা আদায়
গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সুপার টাইফুন রাগাসা’র কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা চীনের  
ডেনমার্কের আকাশসীমায় ‘অজ্ঞাত ড্রোন’ থাকায় কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ 
নিউজিল্যান্ডে সন্তানদের হত্যার দায়ে মা দোষী সাব্যস্ত 
স্বরাষ্ট্র উপদেষ্টার পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: রিউমার স্ক্যানার
নারায়ণগঞ্জে লোকনাথ আশ্রমে পূজা উপহার বিতরণ বিএনপির
১০