ইউজিসি’তে স্মারকলিপি দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নীতিমালায় নতুন পদ যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

আজ রোববার জবি ছাত্রদলের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি জমা দেন। 

জবি শাখা ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। জকসু নির্বাচনের নীতিমালা সংশোধনের প্রয়োজন রয়েছে। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি দ্রুত নিশ্চিত করার দাবিও জানান তারা।

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি পাক। এই লক্ষ্যে আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি, জকসু নীতিমালায় কিছু প্রয়োজনীয় পদ যুক্তকরণের যৌক্তিক দাবিও জানিয়েছি।

অক্টোবর মাসের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু দরকার ছাত্রদল তা করছে। অক্টোবরের মধ্যে যেন সম্পূরক বৃত্তি নিশ্চিত হয় সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রদল। দাবি আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমিসহ একটি প্রতিনিধিদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার কাপ পর্ব শুরু
দিনাজপুরে এলএসডির ৩১৯ টন চাল ও ৪,২৭৮ বস্তা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু
দুর্গোৎসব শুরু, আগামীকাল সপ্তমী
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন 
জলমহাল দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ : ভূমি সচিব
বিসিসিআইয়ের নতুন সভাপতি মানহাস
আফগানিস্তান সিরিজের জন্য টি২০ দল ঘোষণা করল বিসিবি
বিডা ও জাইকা বিনিয়োগকারীদের জন্য চালু করল একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলাবিজ’
১০