শিশু যৌন নিপীড়ন রোধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১
প্রতীকী ছবি

রাজশাহী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শিশুকে যৌন নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থা এবং অন্যান্য অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশুরাই জাতির ভবিষ্যৎ চালিকাশক্তি। এজন্য সব মহলের উচিত বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে শিশুদের শোষণ, নিপীড়ন ও বৈষম্য থেকে রক্ষা করতে হবে।

আজ সোমবার রাজশাহী মহানগরীর হোটেল ওয়ারিশানে ‘শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক গণমাধ্যম সংলাপে বক্তারা এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর আয়োজনে এবং ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল-এর সহযোগিতায় সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশের (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দিপকেন্দ্র নাথ দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, এসিডি টিম লিডার সুব্রত কুমার পাল এবং প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান।

সভায় বক্তারা বলেন, যৌন র্নিযাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং সম্মিলিতভাবে এই ব্যাধি মোকাবিলায় সর্বোচ্চ জোর দেওয়া উচিত।

এসময় যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার শিশুদের শনাক্ত করে তাদের উদ্ধারের ব্যাপারে আলোচনা করা হয়। সরকারি সংস্থা, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সহযোগিতার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

আলোচকরা শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

শিশুদের জন্য উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে আলোচকরা শিশু নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি সংস্থা ও নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়েরও আহ্বান জানান।

বক্তারা বলেন, অভিভাবকরা সঠিকভাবে তদারকি করলে শিশুরা যৌন নিপীড়ন এবং হয়রানি থেকে রক্ষা পাবে।

প্রফেসর দীপকেন্দ্র নাথ দাস তার বক্তব্যে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সাংবাদিকরা শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রচেষ্টা জোরদারের জন্য গণমাধ্যম, সরকার ও অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া সরে দাঁড়ালো
স্মারক রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক
চাঁদপুরে লঞ্চে গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
১০