দেশের মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি: ডা. জিয়াউদ্দিন 

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২
সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মতবিনিময় সভায় কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। ছবি: বাসস

ঝালকাঠি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের মানুষের জন্য স্বল্পখরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি।

সোমবার সকাল ১০টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করার সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিএনপি’র প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষ মানসম্মত চিকিৎসা না পেয়ে মারা যাবে না, এ ব্যাপারে বিএনপি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিটি ইউনিয়নে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রতিটি শহরের প্রতিটি ওয়ার্ডে একটি স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করবো, যেখানে নাগরিকরা ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা পাবেন।’

ডা. হায়দার জোর দিয়ে বলেন, ‘বিএনপি স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বছরের পর বছর ধরে স্বাস্থ্য সেবায় যেসব জটিলতা ও অদক্ষতা তৈরি হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নিলে সেগুলো দূর করে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, প্রতিটি জেলা হাসপাতালকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলার সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে শক্তিশালী করা হবে। উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে সীমিত স্বায়ত্ত্বশাসন দেওয়া হবে যাতে তারা প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার, ছোটখাটো যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিজেরাই নিশ্চিত করতে পারে এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও বিএনপির সুদৃঢ় নীতি-প্রতিশ্রুতির মাধ্যমে বাংলাদেশে একটি আধুনিক, সাশ্রয়ী ও ন্যায়সঙ্গত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ডা. আল-আমিন, ডা. ফয়সাল আহমেদ, নলছিটি উপজেলা বিএনপি সভাপতি আনিসুর রহমান খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
ইউরোপীয় নির্যাতন-বিরোধী কনভেনশন থেকে রাশিয়া সরে দাঁড়ালো
স্মারক রৌপ্য মুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক
চাঁদপুরে লঞ্চে গর্ভবতী নারীকে জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড
১০