জার্মানির আনুগা ফুড ফেয়ারে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করেছেন বাংলাদেশি কৃষিপণ্য রপ্তানিকারকরা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:৫৭

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫ (বাসস) : জার্মানিতে আয়োজিত ‘আনুগা ফুড ফেয়ার ২০২৫’-এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে তার ক্রমবর্ধমান কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাত পণ্য তুলে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ৪ থেকে ৮ অক্টোবর জার্মানির কোলোনে অনুষ্ঠিত এই মেলা বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ খাদ্য ব্যবসায়িক আয়োজন হিসেবে স্বীকৃত। মার্কেট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ মেলায় অংশগ্রহণ করে বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেলার ইপিবি প্যাভিলিয়নে মোট নয়টি স্বনামধন্য বাংলাদেশি কৃষি ও কৃষি-প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে। বাংলাদেশ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন ইপিবি মহাপরিচালক বেবী রাণী কর্মকার।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রেতা ও দর্শকদের বৃহৎ মনোযোগ আকর্ষণ করেছে। তারা বিজনেস-টু-বিজনেস (বি২বি) সভা করেছে। যা নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধান ও কৃষি-প্রক্রিয়াজাত খাতের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘আনুগা ফুড ফেয়ার ২০২৫’ বিশ্বব্যাপী খাদ্য শিল্পের উদ্ভাবক ও নেতাদের একত্রিত করেছে, আন্তর্জাতিক সহযোগিতা ও বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করেছে। এবারের মেলায় ১১০টি দেশের প্রায় ৮ হাজার প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

মেলায় অংশগ্রহণকারীরা হালাল ও কোশার বাজারসহ বিভিন্ন পণ্য ও সেগমেন্ট পরিদর্শন করেন এবং গ্লোবাল ফুড ট্রেন্ড, অর্গানিক উদ্ভাবন ও বাজারের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে ইপিবি মহাপরিচালক বেবী রাণী কর্মকার বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। যেখানে ব্রিটিশ ফ্রোজেন ফুড ফেডারেশন (বিএফএফএফ), জার্মান ফ্রোজেন ফুড ইনস্টিটিউট (ডিএফটিআই) এবং গ্লোবাল কোল্ড চেইন অ্যালায়েন্স (জিসিসিএ) অংশ নিয়েছেন।

ইপিবি মহাপরিচালক বেবী রাণী কর্মকার বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা এবং বিশ্ববাজারে সহযোগিতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে আন্তর্জাতিক এসব সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০