লন্ডন, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের রেকর্ডমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রূপার দাম বৃহস্পতিবার প্রতি আউন্সে ৫০ ডলারের ওপরে পৌঁছেছে, যা ১৯৯৩ সালের পর প্রথম।
রূপার দাম দাড়িয়েছে প্রতি আউন্স ৫০.০৩৪১ মার্কিন ডলার, একদিন আগে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্সে ৪,০০০ ডলার অতিক্রম করে।
স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয় এবং চলতি বছরে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত অতিমূল্যায়িত হওয়ার আশঙ্কায় এর মূল্য প্রায় ৫০ শতাংশ বেড়েছে।