বরগুনায় দুদকের ১৮৫তম গণশুনানি শুরু

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:২৬
বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ দুদকের ১৮৫তম গণশুনানি চলছে। ছবি : বাসস

বরগুনা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৫তম গণশুনানি শুরু হয়েছে।

রোববার সকালে শুরু হওয়া এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে এসে ভোগান্তি বা হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষ তাদের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দুদক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছেন।

দুদক জানায়, সরকারি সেবার মান নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা বাড়ানো এবং সামাজিক মূল্যবোধ জোরদার করার মাধ্যমে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল লক্ষ্য।

গণশুনানি ঘিরে বরগুনার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, অভিযোগ বুথ ও বাক্স বসানোসহ গণমাধ্যমে সপ্তাহব্যাপী প্রচারণা চালানো হয়। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাগেরহাটে মাদক ও নগদ অর্থসহ দুই কারবারি গ্রেপ্তার
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের অবিনাশ
মাদাগাস্কারে 'অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে: প্রেসিডেন্ট
নড়াইলে আইন শৃঙ্খলা কমিটির সভা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের
চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে
পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান
সোমবার সকাল থেকে জিম্মি মুক্তি শুরু হবে
১০