ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : মাদাগাস্কারে 'অবৈধভাবে ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা' চলছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।
রাজধানী আন্তানানারিভোতে কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীর সঙ্গে সৈন্যদের একটি দল যোগদানের একদিন পর রোববার তিনি এ কথা বলেন।
আন্তানানারিভো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রাজোয়েলিনা এক বিবৃতিতে বলেন, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চান যে বর্তমানে জাতীয় ভূখণ্ডে সংবিধান ও গণতান্ত্রিক নীতির বিরুদ্ধে গিয়ে অবৈধ ও বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।’