ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ দেখতে পাচ্ছে না ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার একথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা সত্যিই তাদের সঙ্গে আলোচনার কোন কারণ দেখতে পাচ্ছি না।’
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি শুক্রবার বলেছে, তারা ইরানের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া পরমাণু আলোচনাগুলো পুনরায় শুরু করতে চায়।
তিনি এই দেশগুলোকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন।
আরাগচি প্রশ্ন রাখেন, তারা কী করতে পারে এবং এই ধরনের আলোচনার কী ইতিবাচক ফলাফল হতে পারে?