মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ চীনের

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৩ আপডেট: : ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫৫

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) :  মার্কিন যক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ প্রয়োগের অভিযোগ এনেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক বিবৃতি ‘দ্বৈত নীতি’র একটি আদর্শ উদাহরণ।

শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, তিনি বিরল খনিজ পদার্থের বিষয়ে খুবই আগ্রহী। তিনি নতুন চীনা রপ্তানি নিষেধাজ্ঞার জবাবে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন, যা ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়াও তিনি এই মাসের শেষের দিকে চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল করারও হুমকি দিয়েছেন।

রোববার বেইজিংয়ের পক্ষে জানানো হয়, সেপ্টেম্বর থেকে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করছে, যা চীনের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপগুলো চীনের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে,  ‘প্রতিটি মুহূর্তে উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের সঠিক পন্থা নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্ত সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত : আফগান তালেবান সরকার
যুক্তিতর্ক সম্প্রচারকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা
বাণিজ্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক
স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দিতে চাই : সিইসি
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হবে দৃষ্টিনন্দন ও আইকনিক : ধর্ম উপদেষ্টা 
পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড
জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের
পটুয়াখালীতে টিকা প্রদান শুরু, পাবে ৫ লাখ শিশু-কিশোর
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 
১০